হাটহাজারী উপজেলা ও পৌরসভা সেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিডিয়া এক্সপ্রেস
প্রকাশিত : রবিবার, ২০২৩ সেপ্টেম্বর ২৪, ০৭:১৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল হাটহাজারী উপজেলা ও পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন স্থানীয় আলমগীর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টা থেকে প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল সহকারে সেচ্ছাসেবক দলের দলীয় নেতাকর্মীরা দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত হতে থাকে। সম্মেলন ঘিরে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে।

প্রথম অধিবেশনে হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. বেলাল মিয়ার সভাপতিত্বে এবং দ্বিতীয় অধিবেশনে হাটহাজারী পৌরসভা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. জাহেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদ এর সহ সভাপতি এস.এম. জাহাঙ্গীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মুহাম্মদ সরোয়ার উদ্দিন সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হালদার, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল, জিএম মোরশেদ, জাহাঙ্গীর এলাহী, ফোরকান ইকবাল, এরশাদ মির্জা, শাওন রকি, এমরান চৌধুরী, আরেফিন সাইফুল, মো. আসিফ মিজান, বক্কর, ওয়াসিম রেজা, মো. সালাউদ্দিন মেম্বার, সঞ্চালনায় ছিলেন মো. আলাউদ্দিন তালুকদার এবং ইলিয়াস মেহেদী। 

সকাল থেকে প্রত্যেকটা ইউনিয়নের এবং পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন, জাতীয় সংগীত, দলীয় সংগীত, বেলুন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম সহ কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ। উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী ছিলেন মো. এমরান চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন মো. আলাউদ্দিন তালুকদার এবং হাটহাজারী পৌরসভা সেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী ছিলেন মো. ইলিয়াস মেহেদী এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন মো. আরেফিন সাইফুল।

এদের বাইরে দ্বিবার্ষিক সম্মেলনে অন্য প্রার্থী না থাকায় তাদেরকে হাটহাজারী উপজেলা এবং পৌরসভা সেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ঘোষণা করেন উপস্থিত কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ।

দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নাজমুল হাসান, নির্বাচন কমিশনার মুহাম্মদ আবুল বশর মাস্টার এবং সাংবাদিক হাসান মুকুল।

উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্ববৃন্দ বলেন, আজকে হাটহাজারী উপজেলা ও পৌরসভার সম্মেলনে যেভাবে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তা থেকে বুঝা যায় এই স্বৈরাচারী, ভোট ডাকাত আওয়ামী লীগ সরকারের বিদায় খুব ভয়ানকভাবে হবে। এদেশের মুক্তিকামী ও সাধারণ মানুষের হবে। আবারো এদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরিয়ে পাবে। সর্বশেষে হাটহাজারী উপজেলা ও পৌরসভার নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক ও উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামীতে দেশনায়ক তারেক রহমানের ডাকে যে কোনো আন্দোলন সংগ্রামে উপস্থিত হওয়ার জন্য এবং আনদোলনকে বেগবান করার জন্য অনুরোধ করেন এবং সকলের সার্বিক সফলতা কামনা করেন।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework